অভিযোগকারী দুই স্বতন্ত্র প্রার্থীকেও একই সময়ে প্রমাণ নিয়ে কমিটির সামনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Published : 02 Dec 2023, 07:59 PM
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপকে ডেকেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
তার বিরুদ্ধে অভিযোগ, গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের দিনে তিনি শতাধিক মোটরসাইকেল, পিকআপ ভ্যান, প্রাইভেট কার, বাস ও মাইক্রোবাসে দলীয় ৫/৬ হাজার নেতাকর্মী নিয়ে কালকিনি উপজেলা চত্বরে শোডাউন দেন।
তখন ব্যান্ডপার্টিসহ ঢাক-ঢোল- বাঁশি বাজিয়ে উল্লাস করে নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করা হয়েছে বলে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খানের কাছে লিখিত দেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম এবং আরেক স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন।
পরে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটিকে নির্দেশ দেন।
দুই স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে ওই আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জেলা যুগ্ম জজ মো. শরিফুল হক প্রার্থীকে রোববার বেলা ১১টায় সশরীরে কমিটির সামনে হাজির হয়ে কারণ দর্শাতে হবে বলে জানান ওই আদালতের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন।
সেইসঙ্গে অভিযোগকারী দুই স্বতন্ত্র প্রার্থীকেও একই সময়ে প্রমাণ নিয়ে কমিটির সামনে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পেশকার আনোয়ার হোসেন বলেন, তার (আবদুস সোবহান গোলাপ) কাছে নোটিস পৌঁছে গেছে।
এ বিষয়ে আসনটির স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সিদ্দিকী বলেন, “আমি মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তো শোডাউন করিনি। নির্বাচনি আচরণ মেনে মনোনয়ন ফরম জমা দিয়েছি।
“আমি যদি ইচ্ছা প্রকাশ করতাম, তাহলে গোলাপ সাহেবের চেয়ে কয়েকগুণ বেশি নেতাকর্মী নিয়ে শোডাউন করতে পারতাম। কিন্তু আমি নির্বাচনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।”
আরেক স্বতন্ত্র প্রার্থী তৌফিকুজ্জামান শাহিন বলেন, “গোলাপ সাহেব যে আচরণবিধি ভঙ্গ করেছেন তার সব ভিডিও ও ছবি আমাদের কাছে আছে। আমি আশা করি, নির্বাচন কমিশন বিষয়টি সঠিকভাবে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতেই নৌকার প্রার্থীকে আদালত তলব করেছেন। সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। তাহলে আগামীতে এমন সমস্যা হবে না।”
আরও পড়ুন:
আচরণবিধি লঙ্ঘনে গোলাপের বিরুদ্ধে লিখিত অভিযোগ স্বতন্ত্র তাহমিনার
ঢাক-ঢোল পিটিয়ে শত শত নেতাকর্মী নিয়ে গোলাপের মনোনয়নপত্র দাখিল