প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অভিযোগপত্রটি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
Published : 01 Dec 2023, 11:57 AM
দ্বাদশ সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম সিদ্দিকী, যিনি নিজেও আওয়ামী লীগের রাজনীতি করেন।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য তাহমিনা বেগম বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে এই অভিযোগপত্র দেন।
উত্তম কুমার দাশ শুক্রবার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আমি ইতোমধ্যে সংসদ সদস্য আবদুস সোবাহান গোলাপের বিরুদ্ধে আরেক সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগমের অভিযোগপত্র পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অভিযোগপত্রটি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
“নির্বাচনী পরিবেশ যাতে সুষ্ঠু ও সুন্দর থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
বৃহস্পতিবার আবদুস সোবাহন গোলাপ ‘শতাধিক গাড়ি বহরসহ বহিরাগত ও তার অনুসারীদের সঙ্গে নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টিসহ ঢাক-ঢোল, বাঁশি বাজিয়ে আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র দাখিল করেন’ বলে অভিযোগপত্রে বলা হয়েছে।
এ প্রসঙ্গে তাহমিনা বেগম সিদ্দিকী বলেন, “ড. আবদুস সোবাহান গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছি। আশা করছি, নির্বাচন কমিশন বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।”
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপের বক্তব্য জানা সম্ভব হয়নি।