বেতন পরিশোধের আশ্বাস পেলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান বলে জানায় পুলিশ।
Published : 25 Jan 2024, 11:21 PM
নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্ধারিত দিনে বকেয়া বেতন না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে প্রায় দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টায় র্যাডিকেল ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকরা সস্তাপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেন বলে জানান ফতুল্লা থানার ওসি নূরে আযম।
শ্রমিকরা জানান, জানুয়ারির শেষের দিকে এসেও ডিসেম্বরের বেতন পরিশোধ করেনি কারখানা মালিক। বৃহস্পতিবার পরিশোধের কথা থাকলেও বিকালে বেতন দেওয়া হবে না জানিয়ে নোটিস সাঁটানো হয়।
এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ওসি নূরে আযম বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা প্রায় ২০ মিনিট রাস্তায় অবস্থান নিলে যানজট সৃষ্টি হয়। পরে মালিকপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।
এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।