ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগরে এ ঘটনা ঘটে।
Published : 18 Apr 2024, 01:20 AM
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চেয়ারে বসা নিয়ে দ্বন্দ্বে এক কিশোর খুন হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বোকাইনগর ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে বলে গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় জানান।
নিহত মোফাজ্জল হোসেন (১২) ওই গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় পাইবাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাড়ির পাশে বসে খেলাধুলা করছিল একদল শিশু-কিশোর। এ সময় চেয়ারে বসা নিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মোফাজ্জলের কথা কাটাকাটি ও তর্কবির্তক হয়।
একপর্যায়ে মোফাজ্জলকে অনবরত কিলঘুষি, চড়থাপ্পড় ও লাথি দেয় ওই ছাত্র। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ওসি সুমন চন্দ্র রায় বলেন, ঘটনায় জড়িত কিশোরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
বোকাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আল মুক্তাদির সাংবাদিকদের বলেন, “ঘটনাটি দুঃখজনক। শুনেছি, চেয়ারে বসা নিয়ে এই খুনের ঘটনা ঘটেছে।”