দোকানটি থেকে ৫০০ বস্তা চিনি জব্দ করে খোলাবাজারে বিক্রি করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Published : 17 Feb 2024, 12:41 AM
দুটি নামি কোম্পানির বস্তায় ভরে নিম্নমানের চিনি বিক্রির দায়ে মানিকগঞ্জের এক ব্যবসায়ীকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার সন্ধ্যার দিকে শহরের দুধ বাজার এলাকায় আল মাসুদ জেনারেল স্টোরে অভিযান চালিয়ে এর মালিক মাসুদ খানকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রোজার মাসকে সামনে রেখে মাসুদ খান তীর ও ফ্রেশ ব্র্যান্ডের চিনির বস্তায় নিম্নমানের চিনি বিক্রি করে আসছিলেন।
তার দোকানে গিয়ে সেসব বস্তা খুঁজে পাওয়া যায়। এরপর সেগুলো জব্দ করে খোলা বাজারে সরকার নির্ধারিত ১২৮ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
দোকানটি থেকে ৫০০ বস্তা চিনি জব্দ করা হয় বলে জানিয়েছেন সহকারী পরিচালক আসাদুজ্জামান।