এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।
Published : 10 Apr 2024, 07:58 PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাণের কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ৪০ জন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করে।
বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার অলিপুরে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ কোম্পানির ১৩ নম্বর ভবনের চিপস কারখানায় অগ্নিকাণ্ড ঘটে বলে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন।
নিহত শ্রমিকের নাম নাজমা বেগম বলে জানিয়েছেন প্রাণ কোম্পানির এজিএম এহসানুল হক।
তিনি বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে ৪০ শ্রমিক আহত হয়েছেন। এ সময় ছয় তলা থেকে লাফ দিলে নাজমা বেগম মারা যান।”
ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ওসি মোবারক হোসেন বলেন, “আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখতে হবে।”