নারায়ণগঞ্জের সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার আলীগঞ্জ এলাকার একটি ডোবায় লাশটি পাওয়া যায় বলে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম জানান।
নিহত আতিকুল ইসলাম (২০) ওই এলাকার বশির হাওলাদারের ছেলে। আতিকুলের বিকাশ এজেন্টের দোকান ছিল।
নিহতের বাবা বশির হাওলাদার বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাসা থেকে বেরিয়ে দোকানে যায় আতিকুল ৷ রাত ১০টার দিকে সে দোকান বন্ধ করে আরেক বিকাশের এজেন্টকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য যায়। এরপর থেকে সে নিখোঁজ৷
“রাতে মোবাইলে কল করে না পেয়ে থানায় যাই৷ রাতে সাধারণ ডায়েরি (জিডি) নেয়নি পুলিশ। পরে শুক্রবার সকালে জিডি করি৷”
ওসি নূরে আযম বলেন, ওই এলাকার একটি ডোবা থেকে আতিকুলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷
“নিহতের পেটে ও গলায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
তদন্ত চলছে ; এ ছাড়া হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।