চুয়াডাঙ্গা খাদ্য গুদামে আসা গমের ট্রাকে মিলল ২৮ বস্তা বালু-পাথর

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 03:59 PM
Updated : 5 Feb 2023, 03:59 PM

চুয়াডাঙ্গা খাদ্য গুদামে আসা গমের ট্রাকের ২৮ বস্তায় বালু ও পাথর পাওয়া গেছে।

রোববার সকালে খুলনা থেকে গম নিয়ে ছয়টি ট্রাক এসে পৌঁছয় চুয়াডাঙ্গা খাদ্য গুদামে।

বিকালে নামানোর সময় প্রথমে একটি ট্রাকে বালুর বস্তা পাওয়া যায়। পরে ছয়টি ট্রাক খুঁজে ২৮টি বস্তায় বালু ও বড় কয়েকটি পাথর পাওয়া যায় বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক জানান।

গমের বস্তা সরিয়ে বালুর বস্তা ও পাথর দেওয়া হয়েছে বলে সন্দেহ খাদ্য বিভাগের।

তবে কী পরিমাণ গম খোয়া গেছে তা তাৎক্ষণিকভাবে খাদ্য বিভাগ নিরূপন করতে পারেনি।

সোমবার মাপজোকের পর তা জানা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান শহিদুল হক।

তিনি আরও জানান, কোথা থেকে কীভাবে গমের ট্রাকে বালু-পাথর এসেছে তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, গম সরিয়ে বালু ভরতি করা হয়েছে ট্রাকের ওজন ঠিক রাখার জন্য।

“গম ওজন করার পর আমরা জানতে পারব কী পরিমাণ গম কম এসেছে।”

আলমডাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল হামিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

তবে খুলনা থেকে আসার পথে গম খোয়া যাওয়ার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন ট্রাক চালকরা।