গাছ কাটার সময় কাঠ ব্যবসায়ীর শিশুপুত্রটি ঘরের বারান্দায় ছিল।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাছ থেকে পড়ে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজাপুর থানা ওসি পুলক চন্দ্র রায় জানান।
নিহত মো. আলমগীর হাওলাদার (৬০) ওই ইউনিয়নের কলাকোপা গ্রামের প্রয়াত আব্দুল হাসেম হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে স্থানীয় আলতাফের বাড়িতে ক্রয় করা গাছ কাটতে যান আলমগীর। গাছের মগডালে উঠে ডাল কাটার সময় পা ফসকে নিচে পড়ে যান তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি পুলক চন্দ্র রায় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।