বরিশালে ২ মোটরসাইকেলের সংঘর্ষে কৃষক দল নেতা নিহত

মোবাইলে কথা বলতে বলতে রিপন মোটরসাইকেল ঘুরানোর সময় শামীমের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2023, 09:23 AM
Updated : 25 April 2023, 09:23 AM

বরিশাল নগরীতে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর মোটরসাইকেলের চালক।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন।

নিহত জিয়াউল হাসান শামীম (৫৩) নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুর গণপাড়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে।

শামীম মহানগর কৃষক দলের আহ্বায়ক বলে জানিয়েছেন মহানগর বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা জাহিদুর রহমান রিপন।

আহত মো. রিপন সিলেটের হবিগঞ্জের বাসিন্দা। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এয়ারপোর্ট থানার এসআই মো. শাহদাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশিপুর চৌমাথা থেকে শামীম মোটরসাইকেলে নথুল্লাবাদের দিকে যাচ্ছিলেন। রিপন পটুয়াখালী থেকে হবিগঞ্জে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে শাহদাত বলেন, কাশিপুর সুরভী পেট্টোলপাম্প এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রিপন মোটরসাইকেল ঘুরানোর সময় শামীমের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই জনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে শামীমের মৃত্যু হয়।

এসআই শাহদাত আরও বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।