হাতীবান্ধা সীমান্তে ফেনসিডিলসহ ‘ভারতীয়’ নাগরিক আটক

আটক শামিম আখতার ভারতের কোচবিহারের শীতলকুচি থানার গোলে নোয়াহাটি গ্রামের আব্দুল জিলালের ছেলে।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2022, 01:19 PM
Updated : 14 Dec 2022, 01:19 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী  সীমান্তের এপারে এক ‘ভারতীয়’ যুবককে কয়েক বোতল ফেনসিডিলসহ আটক করেছে বিজিবি।

বুধবার সকালে গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকা থেকে বিজিবির দইখাওয়া বিওপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেছেন।

আটক শামিম আখতার (৪০) ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোয়াহাটি গ্রামের আব্দুল জিলালের ছেলে বলে বিজিবি জানিয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন দইখাওয়া বিওপি ক্যাম্পের টহল দল অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সীমান্তের মেইন পিলার ৯০৪ থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক শামিম আখতারকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। 

হাতীবান্ধা থানার এসআই মাহমুদ বলেন, বিজিবি এখনও কোনো আসামি থানায় নিয়ে আসেনি। 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল আলম বলেন, দইখাওয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা এক ভারতীয় নাগরিককে আটক করেছেন। ওই ভারতীয় নাগরিককে হাতীবান্ধা থানায় সোপর্দ করবেন।