জয়পুরহাটে গুচ্ছ গ্রামে পুড়ল ১০ ঘর

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2023, 12:50 PM
Updated : 7 May 2023, 12:50 PM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গুচ্ছ গ্রাম প্রকল্পের ১০ ঘর পুড়ে গেছে।

রোববার সকাল ৮টার দিকে আয়মারসুলপুর ইউনিয়নের চড়াকেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচবিবি স্টেশন ইনচার্জ রতন হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন হোসেন বলেন, সকালে দিকে আগুন লেগে গুচ্ছ গ্রাম প্রকল্পের ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

যদিও ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে অন্তত ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তারা জানান, পরিধানের কাপড় ছাড়া ঘর থেকে কোনো কিছুই বের করতে পারেননি।

এ ঘটনার খবর পেয়ে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে টিন, নগদ টাকাসহ খাদ্যসামগ্রী দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক।