পুলিশ জানায়, আহত অটোরিকশার দুই যাত্রীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 23 Mar 2024, 07:36 PM
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক প্রবাসীর মৃত্যু হয়েছে; এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার দুপুরে উপজেলার বেড়িবাঁধের সিপাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান।
নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মৃত সহিদ উল্লাহ প্রধানের ছেলে। তিনি সৌদি আরবের প্রবাসী ছিলেন।
আহতরা হলেন- একই উপজেলার মফিজুল ইসলাম (৩০) ও মো. আলী আকবর (৫৫)।
স্বজনদের বরাতে ওসি বলেন, এক মাস আগে দেশে আসেন সৌদি প্রবাসী নুরুল। দুপুরে অটোরিকশায় করে চাঁদপুর শহরে যাচ্ছিলেন তিনি।
পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে অটোরিকশার যাত্রী নুরুল ঘটনাস্থলেই মারা যান এবং আরও দুই যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে; চালক পলাতক। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।