“ঘুম থেকে উঠে দেখি বাস খালে পড়ে আছে। পরে জানালা ভেঙে বের হয়েছি।”
Published : 14 Apr 2024, 08:13 PM
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর অন্তত ৩০ জন আহত হয়েছেন।
উপজেলার রামপুরা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খাঁটিখাতা হাইওয়ে থানার এসআই সারুয়ার হোসেন জানান।
আহদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এসআই বলেন, “সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাসের সঙ্গে বিশ্বরোড থেকে মাধবপুরগামী দিগন্ত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় শ্যামলী বাসটি খাদে পড়ে যায়। এতে দুই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন।”
শ্যামলী বাসের যাত্রী ইউনিলিভার গ্রুপের কর্মী আহত সাইফুর রহমান বলেন, “আমি ও আমার বন্ধু শ্রীমঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। ঢাকা ফেরার পথে বাসে ঘুমিয়ে যাই। হঠাৎ টের পাই গাড়ি স্লো হয়ে গেছে।
“ঘুম থেকে উঠে দেখি বাস খালে পড়ে আছে। পরে জানালা ভেঙে বের হয়েছি। আমার শরীরের বিভিন্ন জায়গায় ব্যাথা পেয়েছি।”
প্রতক্ষদর্শী কাজী মিজানুর রহমান বলেন, “দিগন্ত বাসের ধাক্কায় ঢাকাগামী শ্যামলী বাসটি সড়কের খাদে পড়ে যায়। পরে আহত কয়েকজন তাৎক্ষণিকভাবে রামপুরা বাজারে চিকিৎসা নেন।
“বাকিদের সিএনজি চালিত অটোরিকশা ও অন্যান্য গাড়ি দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।”