নারায়ণগঞ্জে কারাগারে আসামির মৃত্যু

মঙ্গলবার রাতে ডাকাতির সময় স্থানীয় এলাকাবাসী ওই যুবককে আটকে পিটুনি দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2023, 09:01 AM
Updated : 28 Jan 2023, 09:01 AM

নারায়ণগঞ্জের কারাগারে বন্দী এক আসামির মৃত্যু হয়েছে। যিনি ডাকাতিচেষ্টার সময় স্থানীয়দের পিটুনিতে আহত হয়েছিলেন। 

শনিবার সকাল ৮টার দিকে বুকে ব্যথা অনুভবের পর তাকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান জেল সুপার মোকাম্মেল হোসেন৷ 

নিহত শাকিল আহমেদ (৩৬) পাবনা জেলার সাইফুল ইসলামের ছেলে৷ ডাকাতিচেষ্টার অভিযোগে পুলিশের করা মামলায় তিনি কারাগারে বন্দী ছিলেন। 

জেল সুপার মোকাম্মেল জানান, ফতুল্লা থানার একটি ডাকাতির মামলায় আদালতের মাধ্যমে বুধবার শাকিল আহমেদকে কারাগারে পাঠানো হয়৷ তিনি আহত থাকায় আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়৷ 

এর মধ্যে শুক্রবার তার শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ ওই সময় চিকিৎসক ব্যবস্থাপত্র দিয়ে পুনরায় তাকে কারা হাসপাতালে চিকিৎসাধীন রাখার পরামর্শ দেন৷

“শনিবার সকাল ৮টার দিকে শাকিল আবারও অসুস্থতা বোধ করলে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়৷ সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর ৮টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক৷” 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ বলেন, “কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান৷ তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷” 

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বলেন, “মঙ্গলবার রাতে ডাকাতির সময় স্থানীয় এলাকাবাসী ওই যুবককে আটকে পিটুনি দেয়৷  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়৷ 

“পরে ডাকাতিচেষ্টার অভিযোগে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করে৷” 

নিহত এ আসামির বিরুদ্ধে পাবনার জেলার আচঘরিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা৷