ফরিদপুরে ২৪৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনা থেকে এক ব্যক্তি নসিমনে করে ফেনসিডিল নিয়ে নগরকান্দায় আসেন বলে জানায় পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 05:17 PM
Updated : 24 Oct 2023, 05:17 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নসিমনে করে ফেনসিডিল পাচারের সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় নসিমনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার ভোররাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সন্ধ্যায় জানিয়েছেন নগরকান্দা থানার ওসি মো. মিরাজ হোসেন। 

আটক নাঈম রশিদ (২৬) চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা।

ওসি মিরাজ হোসেন বলেন, “গোপন খবরে জানতে পারি, দর্শনা থেকে এক ব্যক্তি নসিমনে করে ফেনসিডিল এনে নগরকান্দায় অবস্থান করছেন। পরে দক্ষিণকান্দি গ্রামে অভিযান চালিয়ে নাঈমকে আটক করা হয়।” 

এ সময় তার নসিমনে তল্লাশি চালিয়ে ১৫টি খাঁচায় লুকিয়ে রাখা দুইশ ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে তিনি জানান। 

আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে; পাশাপাশি এ ঘটনায় আর কেউ জড়িত আছে কী-না তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ওসি মিরাজ।