৫ স্কুলছাত্রকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ কৃষকলীগ নেতার বিরুদ্ধে

জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে জামালপুরের পুলিশ নির্যাতনের শিকার স্কুলছাত্রদের উদ্ধার করে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2023, 04:29 PM
Updated : 27 May 2023, 04:29 PM

জামালপুরে পাঁচ স্কুলছাত্রকে তুলে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক কৃষকলীগ নেতার বিরুদ্ধে।

শনিবার দুপুরে জামালপুর পৌরসভার বগাবাইদ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে সদর থানা পুলিশ নির্যাতনের শিকার স্কুল ছাত্রদের উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে নির্যাতনকারী জামালপুর পৌর কৃষকলীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রোকন ও তার ভাই মোতালেবকে আটক করে।

নির্যাতিত শিক্ষার্থীদের অভিযোগ, সকালে ফুটবল খেলা নিয়ে তাদের সঙ্গে শেখ মোহাম্মদ রোকনের ছেলের কথা কাটাকাটি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে রোকন ও তার ভাই মোতালেব দলবল নিয়ে যোগীরঘোপা গ্রাম থেকে তাদের পাঁচজনকে তুলে বগাবাইদ গ্রামে নিয়ে যান। সেখানে গাছের সঙ্গে বেঁধে তাদের মারধর করা হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদ করতে গিয়ে রত্না বেগম (৩৫) নামে স্থানীয় এক নারীও আহত হয়। মোতালেব ও রোকন ছাড়াও তাদের সহযোগী হিসেবে ছিলেন একই এলাকার সোহেল।

পরিদর্শক নূর মোহাম্মদ জানান, মোতালেব ও রোকনকে আটক করা হলেও সোহেল পালিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে।