গাইবান্ধায় বিদেশি অস্ত্র জব্দ, ‘মাদক কারবারী’ গ্রেপ্তার

নজরুল মাদকসহ একাধিক মামলা আসামি বলে জানান পুলিশ সুপার।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2023, 01:24 PM
Updated : 3 June 2023, 01:24 PM

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একাধিক মামলার এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, যার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।   

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, শুক্রবার রাত ১০টার দিকে বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর প্রধানপাড়া গ্রামে অভিযান চালানো হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম প্রধান (৪২) ওই এলাকার বাসিন্দা।

কালাম হোসেন বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ওই গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের নজরুল ইসলামকে আটক করা হয়।

“পরে নজরুলের দেহ তল্লাশি করে তার লুঙ্গিতে গোজানো অবস্থায় ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি জব্দ করা হয়।”

পুলিশ সুপার বলেন, “নজরুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। মাদকসহ একাধিক মামলা আসামি তিনি।”

জিজ্ঞাসাবদ শেষে নজরুলকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হবে; এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।