ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার একটি গ্রামের খড়ের গাদার নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শৈলকুপা থানার ওসি মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার কবির শেখ ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, “শুক্রবার সন্ধ্যার কবির শেখের দোকানে খাবার কিনতে যায় শিশুটি। এ সময় কবির তাকে মোবাইলে ছবি দেখানো কথা বলে ঘরের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণ করেন।”
তিনি আরও বলেন, “শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের লোকদের সব জানায়। তারপর তাকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
“পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শিশুকে ঝিনাইদহ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।”
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।