এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন; তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় বাসের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার কাথুলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।
নিহত শরিফুল ইসলাম (৫০) মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহ্র ছেলে। তিনি সদর উপজেলা শোলমারী বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শী শরিয়তুল্লাহ শেখ জানান, গাংনীর কাথুলী মোড় হয়ে কুতুবপুর যাওয়ার সময় হাজী রাবেয়া পরিবহনের একটি বাস শরিফুল ইসলামকে ধাক্কা দেয়।
পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়েছেন।