সিলেটের জৈন্তাপুরে খাসি সম্প্রদায়ের ‘হকতই' উদযাপন

এ উৎসবের দুটি দিকের একটি ধর্মীয়, অন্যটি সামাজিক।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2023, 04:22 PM
Updated : 29 Jan 2023, 04:22 PM

সিলেটের জৈন্তাপুরে খাসি সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক উৎসব ‘হকতই' উদযাপিত হয়েছে।

শনিবার উপজেলার নিজপাট ইউনিয়নের তোয়াসিহাটিতে এ উৎসব শুরু হয়ে শেষ হয় রোববার রাতে।

উৎসবের বর্ণনায় জৈন্তাপুর খাসি সেবা সংঘের লোকজন জানান, এ উৎসবের দুটি দিকের একটি ধর্মীয়, অন্যটি সামাজিক।

প্রতি বছর বাংলা সনের মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, পূর্বপুরুষদের খ্যাতি ও মহত্বকে স্মরণ করা এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনার জন্য ‘হকতই’ উৎসব উদ্‌যাপিত হয়।

দু’দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন সূর্যাস্তের আগে প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং মঙ্গল কামনা করে 'সিয়াংজা' (খাদ্য-উৎসর্গ) নামে বিশেষ ধর্মীয় কাজ সম্পাদন করা হয়।

সিয়াংজার জন্য ফল, পিঠাসহ বিভিন্ন উন্নতমানের খাবার রান্না করা হয়।’’

তারা আরও জানান, সিয়াংজা করার জন্য প্রয়াত পূর্বপুরুষরা যেসব খাবার পছন্দ করতেন সেগুলোতে বিশেষ মনোযোগ দেওয়া হয়।

রান্না করা সমস্ত খাবারের একটি অংশ ধর্মীয় উদ্দেশ্যে আলাদা আলাদা পাত্রে রাখা হয়।

বাড়ির নির্ধারিত স্থানে পূর্ব দিকে ফিরে কলাপাতায় ফল-মূল, পিঠা এবং রান্না করা খাবারসহ প্রতিটি খাবারের আলাদা অংশ সাজিয়ে উৎসর্গের জন্য প্রস্তুত করা হয়।

উৎসর্গের কাজটি বাড়ির সব চেয়ে বয়স্ক নারী করেন। তবে পরিবারের সবচেয়ে ছোট মেয়েটি যদি কাজটি সম্পাদন করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং পরিপক্কতা অর্জন করে তবে তাকে কাজটি সম্পাদনের জন্য অগ্রাধিকার দেওয়া হয়।

খাসি সম্প্রদায় বিশ্বাস করে, সিয়াংজার সময়ে প্রয়াত পূর্বপুরুষরা বাড়িতে উপস্থিত হন এবং সবকিছু দেখতে পান। সে জন্য অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি  নিয়ে সূর্যাস্তের আগেই উৎসর্গের কাজটি সম্পাদন করা হয়।

তারপর বাড়ির সবাই জড়ো হয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। 

উৎসবের দ্বিতীয় দিনে ছোটদের অংশগ্রহণে খেলাধুলা ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।    

জৈন্তাপুর খাসি সেবা সংঘের সভাপতি বিশ্বজিৎ সুমের। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘হকতই বাংলাদেশে বসবাসরত জৈন্তিয়া খাসি জনগোষ্ঠী বা সিন্টেংদের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব। নানা আয়োজনের মধ্যে দিয়ে শনিবার শুরু হয় রোববার আমাদের এ উৎসব উদযাপিত হয়েছে।” 

বিশ্বজিৎ সুমেন সবাইকে ‘হকতই’ এর শুভেচ্ছা জানান।