পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালে শিশু বিথীকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা।
Published : 16 Nov 2023, 06:49 PM
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১৩ বছর আগে এক মেয়ে শিশুকে হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিন বৃহস্পতিবার তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- ওই উপজেলার উয়াইল এলাকার কফিল উদ্দিন (৫৫) ও আওলাদ হোসেন এবং দেলোয়ার হোসেন।
যাবজ্জীবনে পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
এ ছাড়া রায়ে একজনকে খালাস দেওয়া হয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুরনাথ সরকার জানান।
মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১০ সালের ২৫ জানুয়ারি রাতে ওই এলাকার আব্দুর রশিদ মিয়ার আট বছরের মেয়ে বিথী আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা।
পরদিন সকালে ওই এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে বিথীর মরদেহ উদ্ধার করে পুলিশ এবং এ ঘটনায় নিহতের বাবা দৌলতপুর থানায় একটি হত্যা করেন।
এরপর ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ। বিচার কাজ শেষে আদালত তিনজনকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
আসামি পক্ষের আইনজীবী এ কে এম আজিজুল হক জানান, তারা রায়ে সন্তুষ্ট নন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।