ট্রাইব্যুনালের বিচারক নালিশী তদন্ত করতে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
Published : 02 Nov 2023, 10:22 PM
বরিশালে বোনকে পাচার করে ‘যৌন শোষণ’ ও লুকিয়ে রাখার অভিযোগে দুলাভাইসব চারজনের বিরুদ্ধে মামলা করেছেন শ্যালক।
বৃহস্পতিবার বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে ওই গৃহবধূর ভাই বাদী হয়ে মামলাটি করেন বলে আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা জানান।
ট্রাইব্যুনালের বিচারক মো. মঞ্জুরুল হোসেন নালিশীর তদন্ত করতে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী বরিশাল সদর উপজেলার বাসিন্দা।
আসামিরা পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাসিন্দা মিরাজ প্যাদা, তার বাবা রফিক প্যাদা, মা মিনারা বেগম ও ভাই বেল্লাল প্যাদা।
মামলা নথির বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদীর ছোট বোনকে ২০১৫ সালের ৬ জুলাই মিরাজ প্যাদার সঙ্গে বিয়ে দেওয়া হয়।
বিয়ের পর মিরাজ লেবাননে যাওয়ার অজুহাতে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না পেয়ে বাদীর বোনকে লেবাননে পাঠানোর প্রস্তাব দেন। এতে বোন রাজি না হলে তার সঙ্গে ছাড়াছাড়ির হুমকি দেন মিরাজ। হুমকি পেয়ে বোন রাজি হন।
২০১৬ সালের ৬ অক্টোবর বোনকে লেবানন নেন স্বামী মিরাজ। এরপর আর বোনের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে দেননি তার স্বামী।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ভগ্নিপতি মিরাজের ফোন বন্ধ পান মামলার বাদী। পরে বোনের শ্বশুর-শাশুড়ি ও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে তারা বোনের কোনো খবর জানেন না বলে দাবি করেন।
নালিশীতে ভাইয়ের অভিযোগ, বোনকে লেবাননে পাচার করে যৌনকর্মী হিসেবে কোথাও বিক্রি বা আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করানো হচ্ছে।