রাজবাড়ীতে বড় ভাইকে হত্যায় যুবকের যাবজ্জীবন

আসামিকে যাবজ্জীবন ছাড়াও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2023, 04:02 PM
Updated : 21 March 2023, 04:02 PM

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বড় ভাইকে হত্যার দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

মঙ্গলবার রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ। 

দণ্ডপ্রাপ্ত জিলাল খান (৪২) ইসলামপুর ইউনিয়নের গণপোত্তা গ্রামের হামিদ খানের ছেলে। 

মামলার বরাতে পিপি উজির আলী শেখ জানান, ২০১৪ সালের ২ জুন সকাল ৬টার দিকে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাউদ্দিন খানের সঙ্গে জিলাল খানের কথা কাটাকাটি হয়। 

“এক পর্যায়ে জিলাল দা দিয়ে বড় ভাইয়ের গলায় কোপ দেন। গুরুতর অবস্থায় সালাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” 

পরে সালাউদ্দিনের স্ত্রী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় জিলালের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, হত‍্যাকাণ্ডের পর থেকেই জিলাল পলাতক ছিলেন। ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি হাজতে ছিলেন। 

“আসামিকে যাবজ্জীবন ছাড়াও ২৫ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের কারাবাসের আদেশ দিয়েছে আদালত।” 

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের এ আইনজীবী।