নরসিংদীতে ঘরের আগুনে মৃত্যু ঘুমন্ত শিশুর

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2023, 06:07 PM
Updated : 9 May 2023, 06:07 PM

নরসিংদীর রায়পুরায় ঘরে আগুন লেগে দুই বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। চারটি ঘর ভস্মীভূত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচরে এ ঘটনা ঘটে বলে শ্রীনগর পুলিশ ফাঁড়ির এসআই বাপ্পি কবিরাজ জানান।

নিহত হামিম মিয়া ওই এলাকার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল।

স্থানীয়দের বরাতে বাপ্পি কবিরাজ জানান, দুপুরে শফিকুলের ঘরে আগুন লাগে। পরে আগুন তার তিন ভাইয়ের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির সদস্যরা ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত ছিলেন।

“আগুন লাগার খবর মসজিদের মাইকে ঘোষণা করা হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্রের সঙ্গে আগুনে ঘুমন্ত শিশুটি মারা যায়।”

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রায়পুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সজল হোসেন বলেন, “বেলা সাড়ে ৩টার দিকে ৯৯৯-এ ফোন করে জানানো হয় ভেলুয়ারচরে আগুন লেগেছে। ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতির এক পর্যায়ে জানতে পারি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন।”

নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান উপপরিদর্শক বাপ্পি।