“ছেলে নাসিমের সঙ্গে নূরের পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটি চলছিল। এর জেরে নাসিম তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।”
Published : 21 Mar 2024, 07:00 PM
নওগাঁর বদলগাছী উপজেলায় এক ব্যক্তিকে তার নেশাগ্রস্ত ছেলে লাঠির আঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় নূর ইসলামের মৃত্যু হয়।
এর আগে বুধবার উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান জানান।
নিহত ৫২ বছর বয়সী নূর ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে। ঘটনার পর থেকে নূরের ছেলে নাসিম আহমেদ (২০) পালাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এলাকাবাসীর বরাতে ওসি বলেন, “বুধবার সকাল থেকে ছেলে নাসিমের সঙ্গে নূরের পারিবারিক বিষয়ে কথা-কাটাকাটি চলছিল। এর জেরে বিকাল ৫টার দিকে হঠাৎ করে নাসিম তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।
“নূরকে আহত অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়েছিলেন।”
নাসিম নেশা করতেন বলে স্থানীয়দের বরাতে এ পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, নূরের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।