২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলা সদস্যসচিব ১১ আইনজীবীর নামে মামলাটি করেন।
Published : 05 Feb 2025, 06:39 PM
ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে ১১ আইনজীবীকে অব্যাহতি দিয়েছে আদালত।
বুধবার সকালে সাইবার ট্রাইব্যুনালের বিচারক রুনা নাহিদ আক্তার পুলিশ প্রতিবেদন গ্রহণ করে শুনানি শেষে ১১ আইনজীবীকে অব্যাহতি দেন বলে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল হক জানান।
অব্যাহতিপ্রাপ্ত আইনজীবীরা হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি নুরুল হক, উসমান গনি মল্লিক মাখন ও অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, রেজাউল করিম চৌধুরী, মাহবুবর রশীদ তামান্না, আবুল কালাম আজাদ, শামসুন্নাহার, জহিরুল ইসলাম নিঝুম, আরিফুল ইসলাম সোহাগ, রাইসুর ইসলাম, আহসান উল্লাহ আনার।
২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জেলার সদস্যসচিব আবুল কালাম মোহাম্মদ আজাদ ১১ আইনজীবীর নামে মামলাটি করেন। মামলায় দুই মাস কারাবাস করেন উসমান গনি মল্লিক মাখন ও তোফাজ্জল হোসেন। তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি নুরুল হক বলেন, “একটি রাজনৈতিক স্লোগানকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলাটি করেছিল। যার কোনো ভিত্তি নেই। তাই আজ ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।”