মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, “বিষ্ণুপুর গ্রামের প্রায় ৪০০ ঘরে একটি চক্র টাকা চেয়ে পোস্টার লাগিয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”
Published : 18 Mar 2024, 01:20 AM
বগুড়ার কাহালু উপজেলায় চাঁদা দাবি করে ৪০০ বাড়িতে লিফলেট সাঁটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার মুরইল ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মানুষ রোববার সকালে ঘুম থেকে জেগে দেখেন বাড়ির ফটকে, দরজায়, দেয়ালে টাকা দাবি করে লিফলেট লাগানো। টাকা না দিলে ছেলে-মেয়েদের ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, “বিষ্ণুপুর গ্রামের ঘটনা অবগত হওয়া মাত্রই পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে৷”
গ্রামবাসী জানান, গ্রামের একেক জনের কাছে একেক পরিমাণ টাকা চাওয়া হয়েছে। এর পরিমাণ ২০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। ৬ তারিখের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় সেই টাকা রাখতে বলা হয়েছে। লিফলেটে কারও নাম বা যোগাযোগের কোনো তথ্য দেওয়া হয়নি। সবশেষ ইংরেজিতে শুধু ‘Shadow’ লেখা রয়েছে।
সকালে ঘুম থেকে উঠে বাড়ির দেয়ালে এমন লিফলেট দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। অনেকে ছেলেমেয়েদের স্কুলে একা পাঠাচ্ছেন না বা বাইরে খেলাধুলা করতেও যেতে দিচ্ছেন না।
বিষ্ণুপুর গ্রামের মাঝাগাড়ি পাড়ার শফিকুল ইসলাম বলেন, “সকালে আশপাশের লোকজনের চিৎকার- চেঁচামেচিতে ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমাদের পাড়ার সবার বাড়ির দেয়ালে কে বা কাহারা টাকা চেয়ে পোস্টার লাগিয়ে গেছে।
এ নিয়ে ভয়ে আছেন জানিয়ে শফিকুল বলেন, “তবে যে কাজটি করেছে সে পরিচিত কেউ হতে পারে। কারণ সবার কাছে একই পরিমাণ টাকা চাওয়া হয়নি। সামর্থ্য বুঝে টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে। এটা সন্দেহজনক।”
আয়েশা খাতুন নামে এক গৃহবধু বলেন, তার কাছে ২০০ টাকা চাওয়া হয়েছে৷ তিনি ছেলেকে স্কুলে যেতে দেননি।
“কী একটা ভয়ের মধ্যে পড়ে গেলাম। আমরা প্রশাসনের সহযোগিতা চাই”, যোগ করেন আয়েশা।
গ্রামের ব্যবসায়ী আরিফুল ইসলাম আরিফ বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির দেয়ালে পোস্টার লাগানো হয়েছে। আমার কাছে ৫০০০ হাজার টাকা চাওয়া হয়েছে।”
মুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, “বিষ্ণুপুর গ্রামের প্রায় ৪০০ ঘরে একটি চক্র টাকা চেয়ে পোস্টার লাগিয়েছে। আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]