স্কুল ক্যাম্পাসে বোমা থাকার খবর সংক্রান্ত এক ইমেইল পাওয়ার পর তড়িঘড়ি করে শিক্ষার্থীদের স্কুল থেকে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
Published : 01 May 2024, 12:40 PM
স্কুল ক্যাম্পাসে বোমা পুঁতে রাখার খবরে ভারতের দিল্লি ও নয়ডার প্রায় একশ স্কুল খালি করে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। স্কুলগুলোতে তল্লাশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, তবে সন্দেহজনক কিছুই মেলেনি।
এনডিটিভি জানিয়েছে, বুধবার সকালে ইমেইলে স্কুলগুলোতে বোমা থাকার খবর দেওয়া হয়। শুরুতে চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, পূর্ব দিল্লির ময়ূর বিহারের মাদার মেরি স্কুল এবং দ্বারকার দিল্লি পাবলিক স্কুলে ওই হুমকি দেওয়া হয় সকালে। এরপর হুমকি পাওয়া স্কুলের সংখ্যা বাড়তে বাড়তে একশর কাছাকাছি পৌঁছায়।
সেসব বার্তায় দাবি করা হয়, স্কুলগুলোর ক্যাম্পাসে বিস্ফোরক রাখা আছে। যদিও সকাল থেকে তল্লাশি অভিযানে নেমে তেমন কিছু খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধান দল।
দিল্লি পুলিশের মুখপাত্র সুমন নালওয়া এনডিটিভিকে বলেন, “হুমকি পাওয়া স্কুলগুলোতে আমরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। অভিভাবকদের এ ব্যাপারে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানাই। কারণ সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।”
পুলিশ বলছে, যে ইমেইল থেকে বোমার হুমকি দেওয়া হয়েছে, সেটির উৎস খোঁজার চেষ্টা করছেন তারা। মেইলটি কে, কোথা থেকে পাঠিয়েছে, সে ব্যাপারে এখন পর্যন্ত তারা কিছু জানতে পারেননি। ‘দুষ্টুমির’ আড়ালে আতঙ্ক ছড়ানোর জন্য বড় আকারে স্কুলগুলোতে বোমা থাকার খবর দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার সেল ইউনিট ইমেইলের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার চেষ্টা করছে।
Delhi police
दिल्ली पब्लिक स्कूल, द्वारका में बम की धमकी के बारे में एक ईमेल प्राप्त हुआ। दिल्ली पुलिस, बम निरोधक दस्ता और दमकल की गाड़ियां दिल्ली पब्लिक स्कूल, द्वारका के बाहर मौजूद हैं।#BombThreat pic.twitter.com/2SH62fUA8x
— लोकेंद्र सिंह शेखावत (@LSekhavata) May 1, 2024
সকালে মাদার মেরি স্কুলে পরীক্ষা চলছিল। কিন্তু তল্লাশি অভিযানের কারণে পরীক্ষা বাতিল করে শিক্ষার্থীদের বের করে আনা হয়। স্কুলটিতে জরুরি অবস্থা জারি করে দ্রুত সবাইকে ক্যাম্পাস খালি করতে বলা হয়।
মুখপাত্র সুমন নালওয়া অভিভাবকদের উদ্দেশে এক ইমেইল বার্তায় বলেন, “আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে, স্কুলটি একটি ইমেইল পেয়েছে, যেখানে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যাপারে হুমকি রয়েছে। এ কারণে পূর্ব সতর্কতা হিসেবে আমরা শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে বাড়ি পাঠিয়ে দিচ্ছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়ানো ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্কুলগুলোর সামনে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনী। বোমার খবরে দ্রুত সন্তানদের নিরাপদে সরিয়ে নিতে স্কুলের সামনে জড়ো হন অভিভাবকরা। একটি ভিডিওতে নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে স্কুল থেকে শিক্ষার্থীদের বের করতে আনতে দেখা গেছে।
Some schools have received bomb threats today morning. Students have been evacuated and those premises are being searched by Delhi Police. So far nothing has been found in any of the schools.
We are in constant touch with the Police and the schools. Would request parents and…
— Atishi (@AtishiAAP) May 1, 2024
হুমকির পর স্কুল ক্যাম্পাসগুলোতে ছুটে যায় দিল্লি পুলিশের বম ডিসপোজাল স্কোয়াড ও ফায়ার সার্ভিস।
দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা এক্সে এক পোস্টে বলেন, “আজ (বুধবার) সকালে কিছু স্কুলে বোমার হুমকি পাওয়া গেছে। শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলোতে দিল্লি পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত কোনো স্কুলে কিছুই পাওয়া যায়নি।
“আমরা পুলিশ ও স্কুলগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছি। অভিভাবক ও মানুষজনকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে।”
এর আগে গত ফেব্রুয়ারিতে আর কে পুরমের দিল্লি পুলিশ স্কুলে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল, যেটি পরে ভুয়া প্রমাণিত হয়।