এছাড়া তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
Published : 03 Feb 2025, 06:13 PM
খাগড়াছড়িতে বাক্বিতণ্ডার জেরে এক ব্যক্তিকে ঘুষি মেরে পালানোর সময় আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ দিয়েছেন স্থানীয়রা।
সোমবার দুপুরে উপজেলার ছোট মেরুং বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দীঘিনালা থানা ওসি মো. জাকারিয়া জানান।
গ্রেপ্তার মো. আবদুল লতিফ ওই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। ছোট মেরুং ১ নম্বর কলোনি এলাকার বাসিন্দা আবদুল লতিফি চংড়াছড়ি এসএসইডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও।
ওসি জাকারিয়া বলেন, “কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে আবদুল লতিফ একজনকে ঘুষি মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
“তখন স্থানীয়রা ধরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।”
তবে কী বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে ওই আওয়ামী লীগ নেতার বাকবিতণ্ডা হয়েছিল তা জানাতে পারেনি পুলিশ।
ওসি বলেন, আবদুল লতিফের তার বিরুদ্ধে দীঘিনালা ও খাগড়াছড়ি সদর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া ঘুষি মারার ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি মামলার প্রস্তুতি চলছে।