একা পেয়ে শাকিলের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়, বলছেন স্থানীয়রা।
Published : 24 Mar 2025, 09:23 AM
মাদারীপুরে আধিপত্য বিস্তার ও শ্রমিক দলের একটি কমিটি গঠনকে কেন্দ্র করে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ ঘটনায় নিহত ৩২ বছর বয়সি শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি ও একই গ্রামের মোফাজ্জেল মুন্সির ছেলে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, শহরের বিসিক শিল্পনগরী এলাকার মফেজ হাওলাদারের ছেলে লিটন হাওলাদারের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদল নেতা শাকিল মুন্সির বিরোধ চলছিল।
এরই জেরে নতুন মাদারীপুর এলাকায় একা পেয়ে শাকিলের ওপর হামলায় চালায় লিটন ও তার ভাতিজা একই এলাকার আলমগীর হাওলাদারের ছেলে আলামিনসহ ১৫-২০ জন। এ সময় শাকিলকে কুপিয়ে হত্যা করা হয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে কুপিয়ে আহত করা হয় আরও দুইজনকে।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী। ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।
নিহত শাকিলের ভাই রনজু মুন্সির অভিযোগ, “বিতর্কিত লিটন হাওলাদারকে মাদারীপুর পৌরসভা শ্রমিক দলের সভাপতি করে সম্প্রতি কমিটি ঘোষণা করা হয়। শাকিল এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ওঠে লিটন। এরই জেরে লিটন তার ভাতিজা আলামিনকে সঙ্গে নিয়ে শাকিলকে কুপিয়ে হত্যা করে।”
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।”