এ সময় মাগুরা মেডিকেল কলেজ বাতিলের পাঁয়তারা বন্ধের দাবি করেছেন গণকমিটির নেতারা।
Published : 12 Mar 2025, 03:26 PM
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এ সময় মাগুরা মেডিকেল কলেজ বাতিলের পাঁয়তারা ও মব ভায়োলেন্স বন্ধের দাবি করেছেন নেতারা।
বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করেন গণকমিটি মাগুরা জেলা শাখা।
গণকমিটির আহ্বায়ক এ টি এম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে মাগুরা জেলার যুগ্ম আহ্বায়ক এ টি এম আনিসুর রহমান এবং সদস্য বাসারল হায়দার বাচ্চু বক্তব্য দেন।
সমাবেশে নেতারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা বেড়েই চলেছে। এর বড় একটি কারণ বিচারহীনতার রেওয়াজ। ক্ষমতা ও অর্থের দিয়ে অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায়। এতে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়তে থাকে। সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষমূলক কর্মকাণ্ড বেড়েই চলছে।
সমাবেশ থেকে মাগুরায় আট বছরের শিশু ধর্ষণসহ সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়ন ও সহিংসতার ঘটনার দ্রুত বিচারের দাবি করেছেন নেতারা।