দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
Published : 22 Feb 2024, 09:17 AM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে উপজেলার মনোহরপুর ও কাশিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয় বলে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান।
তিনি বলেন, অভিযান পরিচালনার সময় মনোহরপুরে মেসার্স ইয়াছিন ফুড ফ্যাক্টরিতে গরুর গোয়ালের সঙ্গে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চানাচুর, নিমকি ও ডাল ভাজা তৈরি, নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল লবণ, রং ও টেস্টিং ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রকিবুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কাশিপুর মাঠপাড়ায় আরেকটি প্রতিষ্ঠান মেসার্স শারমিন চানাচুর ফ্যাক্টরির মালিক মাহফুজ রহমানকে একই অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান দুটিকে কারখানার পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যবিধি ও অন্যান্য বিষয় ঠিক না করা পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জেলা পুলিশের একটি দল।
-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]