বাংলাদেশ সাংবাদিক সমিতি এ কর্মসূচি পালন করে।
Published : 10 Apr 2025, 04:59 PM
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা-গণহত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শাহজাদা এমরানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, যমুনা টিভির ব্যুরো প্রধান খোকন চৌধুরী, যুগান্তরের ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, এটিএন নিউজের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন, মাই টিভির প্রতিনিধি আবু মুসা, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি জাহিদুর রহমান।
আরও বক্তব্য দেন আজকের পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর দিপু, বাসসের প্রতিনিধি কামরুল হাসান, নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি মহিউদ্দিন, আমার দেশের প্রতিনিধি এম হাসান, দক্ষিণ জেলা প্রতিনিধি মুহাম্মদ শফি।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে বর্বরোচিত হামলা বন্ধের উদ্যোগ নেওয়ার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।