হতদরিদ্রদের জন্য বরাদ্দের ৬৫ বস্তা চাল ট্রাক্টরে করে নিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের ওই নেতাকে আটক করে জনতা।
Published : 28 Mar 2025, 02:54 PM
ঠাকুরগাঁও সদর উপজেলায় হত-দরিদ্রদের জন্য বরাদ্দ ভিজিএফের ৬৫ বস্তা চাল চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শুক্রবার শেষ রাতে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে চালবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টরসহ তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান।
আটক আমিনুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ওই ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে।
ওসি শহিদুর রহমান বলেন, প্রতিবছর ঈদ উপলক্ষে সারাদেশে হত-দরিদ্রদের জন্য বিনামূল্যে চাল বিতরণ করে সরকার। এবারো জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্রের জন্য বরাদ্দের চাল বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, “শুক্রবার সেহেরির আগে বেগুনবাড়ি ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ চালের ৬৫ বস্তা ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন আমিনুল ইসলাম। এ সময় ট্রাক্টরের শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন গাড়িতে সরকারি চাল।
“লোকজন দেখে অন্যরা পালিয়ে গেলেও আমিনুলকে আটক করে মারধর করেন জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।”
স্থানীয় বাসিন্দা আব্দুল কালাম বলেন, “চাল চুরির ঘটনা নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তবে জড়িতরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এবার হাতেনাতে ধরা পড়ায় আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনার সঙ্গে বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির অনেক নেতার জড়িত থাকার কথা আমিনুল স্বীকার করেছেন বলে জানান তিনি।
ওসি শহিদুর রহমান বলেন, ট্রাকবোঝাই সরকারি চালসহ আমিনুলকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম বলেন, সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।