ওই কৃষক পানি সেচের বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
Published : 13 Apr 2025, 06:06 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে ওই ইউপির চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা জানান।
নিহত কৃষক আসাদুল ইসলাম (৪২) উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির কাছাকাছি সীমান্ত ঘেঁষা খর্পদোলা এলাকায় ঘাস কাটতে যান আসাদুল। সেখানে পানি সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের সংযোগের তারটি বাঁশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। সেই তার গলায় পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান আসাদুল।
পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
হাতীবান্ধা থানার এসআই জাহিদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তদন্তের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”