“ভারত থেকে চিটাগুড় আমদানি করা হচ্ছিল। কিন্তু ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করায় খরচ বেড়ে গেছে।”
Published : 06 Feb 2025, 07:38 PM
পাকিস্তান থেকে প্রথমবারের মতো ৫ হাজার ৫০০ টন চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে এসেছে এমভি ডলফিন-১৯ নামে একটি বাণিজ্যিক জাহাজ।
বৃহস্পতিবার সকালে বন্দরের ৮ নম্বর জেটিতে পানামার পতাকাবাহী ১৪৫ মিটার দীর্ঘ এই জাহাজটি নোঙ্গর করে। পরে বন্দর কর্তৃপক্ষ বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল দিয়ে জাহাজটিকে স্বাগত জানায়।
গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পন্য বোঝাই করে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে রওনা করে জাহাজটি। চিটাগুড়ের আমদানিকারক প্রতিষ্ঠান পি অ্যান্ড পি ট্রেডিং।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমোডর শফিকুল ইসলাম, আমদারিকারক প্রতিষ্ঠান পিঅ্যান্ডপি ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী আনোয়ারুল হক, জাহাজের ক্যাপ্টেন এনগুয়িন ট্রং পুংসহ বন্দরের কর্মকর্তারা স্বাগত জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হারবার মাস্টার কমোডর শফিকুল ইসলাম বলেন, “আজ মোংলা বন্দরের জন্য একটি বিশেষ দিন, আমার জন্যও বিশেষ দিন। পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করা হল। আগে ভারত থেকে চিটাগুড় আমদানি করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে ভারত ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে। যার কারণে আমাদের খরচ বেড়ে গেছে। তাই পাকিস্তান থেকে অনেক কম দামে ও কম খরচে চিটাগুড় আমদানি করা শুরু হল।”
এই আমদানি ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানিয়ে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো মোংলা বন্দরে পাকিস্তানের জাহাজ ভেড়ায় বন্দর কর্তৃপক্ষ আনন্দিত। এ কারণে বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুল দিয়ে জাহাজটিকে স্বাগত জানানো হয়।
জাহাজের চিটাগুড় খালাস করে মোংলা ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধেন করা হবে। এরপর রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে সরবরাহ করা হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে যাবে।