গাজীপুরে নুহাশপল্লীতে জাদুঘর নির্মাণের জন্য নকশা তৈরির কথা জানিয়েছেন হুমায়ূন পত্নী শাওন।
Published : 13 Nov 2023, 10:10 PM
জনপ্রিয় কথা সাহিত্যিক দেশ বরেণ্য লেখক হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
নানা আয়োজন সোমবার লেখকের পিতৃভূমি নেত্রকোণার কেন্দুয়া উপজেলা এবং গাজীপুরের নুহাশপল্লীতে তার জন্মদিন পালক করেছেন পরিবার ও ভক্ত-অনুরাগীরা।
গাজীপুর:
সোমবার বেলা ১১টায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামে নুহাশপল্লীতে কর্মরত কর্মচারী ও ভক্তদের নিয়ে হুমায়ূন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মেহের আফরোজ শাওন।
পরে নুহাশপল্লীতে লেখকের গড়া হোয়াইট হাউজের সামনে জন্মদিনের কেক কাটেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন দুই ছেলে নিষাদ ও নিনিত।
পরে হুমায়ূন পত্নী শাওন সাংবাদিকদের বলেন, “হুমায়ূনের স্মরণে নুহাশপল্লীতে একটি জাদুঘর নির্মাণের নকশা তৈরি করা হয়েছে। এটা বানাতে যে বাজেট প্রয়োজন, সেটা জোগাড় হচ্ছে, শীঘ্রই জাদুঘর নির্মাণ কাজ শুরু হবে। এটা হলো আমার একটা পরিকল্পনা।”
হুমায়ূনের ক্যানসার হাসপাতাল তৈরির স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা অব্যাহত আছে জানিয়ে তিনি আরও বলেন, “সম্প্রতি কানাডার একদল চিকিৎসক ও ব্যবসায়ী হাসপাতাল তৈরিতে আগ্রহ দেখিয়েছেন। এ বিষয়ে তাদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।
“তবে হুমায়ূনের অনুপস্থিতে তা বাস্তবায়ন করা খুবই কঠিন। তিনি বেঁচে থাকলে হয়ত কাজটা খুব সহজ ছিল। বিভিন্ন জায়গায় গিয়েছি, তবে সাড়া পাইনি। এটি আমার একার পক্ষেও সম্ভব নয়। তবে আমার বিশ্বাস লেখকের স্বপ্ন বাস্তবায়ন হবে।”
নেত্রকোনার কুতুবপুরে হুমায়ূনের প্রতিষ্ঠিত বিদ্যালয়টিকে কলেজে পরিণত করার চেষ্টা চলছে বলেও জানান অভিনেত্রী শাওন।
নেত্রকোণা:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কতুবপুরে পিতৃভূমিতে হুমায়ূনের নিজ হাতে গড়া শহিদ স্মৃতি বিদ্যাপীঠসহ জেলা শহরে নানা আয়োজন তার জন্মদিন পালিত হয়েছে।
শহিদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান জানান, সকালে স্কুলের শিক্ষার্থীরা কোরআন খতমে অংশ নেয়। পরে বিদ্যাপীঠ প্রাঙ্গণে লেখকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে বঙ্গবাজার ঘুরে স্কুলে এসে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।
এদিকে জেলা শহরে সকালে সাতপাই হিমু পাঠক আড্ডা কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনের ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার।
‘হিমু পাঠক আড্ডা’র আয়োজনে পৌর শহরে শোভাযাত্রা বের হয়। এতে নেত্রকোণা জেলা প্রশাসকসহ হলুদ পাঞ্জাবী পরে হিমু ও নীল শাড়ি পড়ে রুপা সাজে হুমায়ূন ভক্তরা অংশ নেন।
পরে হুমায়ূনের ৭৫তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানের অতিথি ছড়াকার শ্যামলেন্দু পাল বলেন, হুমায়ূনের লেখনিতে দেশ প্রেম উঠে এসেছে; যা এ প্রজন্মের তরুণরা সহজে জানাতে পারছে।
হুমায়ূন আহমেদকে নিয়ে অনুষ্ঠান করার মধ্যদিয়ে নতুন প্রজন্মের মাঝে তার চেতনা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক যতীন সরকার।