বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগও ওঠে দুই বহিরাগতের বিরুদ্ধে।
Published : 11 Apr 2025, 03:53 PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ইভটিজিং, গোপনে ভিডিও ধারণের অভিযোগে দুই বহিরাগত শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহীদ শামসুজ্জোহা চত্বর সংলগ্ন রাস্তায় এ ঘট্না ঘটে বলে মতিহার থানার ওসি আবদুল মালেক জানান।
আটকরা হলেন, বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব ও শাহ মখদুম কলেজের একই বর্ষের সিয়াম আল হাসান।
ওই ছাত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অতিক্রম করার পর কয়েকটি মোটরসাইকেল তাকে অনুসরণ করে। ভয় পেয়ে তিনি চিৎকার করলে সেখানে থাকা শিক্ষার্থীরা দেখতে পান, একজন পেছন থেকে ছাত্রিটির ভিডিও ধারণ করছে।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই দুই ছাত্রকে ধরে প্রক্টরের দপ্তরে নিয়ে যান।
সেখানে প্রক্টরিয়াল বডি ছাত্রীসহ সবার বক্তব্য শোনে।
পরে ক্যাম্পাসে মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞাসহ মুচলেকা নিয়ে অন্যদের ছেড়ে দেওয়া হলেও ভিডিও ধারণের অভিযোগে দুই বহিরাগতকে মতিহার থানায় হস্তান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, “ওই দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে ফটকে পুলিশি টহল বাড়ানো হয়েছে।”
মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, “শুক্রবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”