“পরিত্যক্ত ব্যাগে লোহার গোলাকার বস্তু পায় সজীব। সেটির পিন খুলে ভ্যানের সঙ্গে আঘাত করতেই বিস্ফোরিত হয়।”
Published : 09 Dec 2024, 12:51 AM
মুন্সীগঞ্জের দক্ষিণ ইসলামপুর এলাকায় আবর্জনার স্তূপে কুড়িয়ে পাওয়া ‘গ্রেনেডের’ মতো দেখতে একটি বস্তুর বিস্ফোরণে এক কিশোরের দুই হাত জখম হয়েছে।
রোববার দুপুরে বাবার সঙ্গে ভাঙারি মালামাল কিনতে গিয়ে আহত হয় সজীব নামের ১৩ বছর বয়সী এ কিশোর।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক বলেন, সজীবকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। রাতে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে। সেখানে তার চিকিৎসা চলছে।
তাদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি একতা বাজার গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ রূপগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থান গলিরে একটি বাসায় থাকে তারা। সজীব সকালে তার বাবা মো. রাজুর সঙ্গে মুন্সীগঞ্জে ভাঙারি মালামাল কিনতে গিয়েছিল।
সজীবের মা সুমি বেগম বলেন, “মুন্সীগঞ্জের দক্ষিণ ইসলামপুরে রাস্তার পাশে আবর্জনার স্তূপের মধ্যে একটি পরিত্যক্ত ব্যাগে গ্রেনেডের মত দেখতে লোহার গোলাকার বস্তু পায় সজীব। সেটির পিন খুলে ভ্যানের সঙ্গে আঘাত করতেই বিস্ফোরিত হয়। এতে তার দু'হাত ক্ষতিগ্রস্ত হয়েছে।”