নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খণ্ড-বিখণ্ড লাশগুলো তিনটি বস্তার মধ্যে ছিল বলে জানায় পুলিশ।
Published : 11 Apr 2025, 02:43 PM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি রাস্তার পাশ থেকে আলাদা বাস্তা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয় বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম জানান।
নিহতরা হলেন- লামিয়া আক্তার (২২), তার ছেলে আব্দুল্লাহ (৪) ও লামিয়ার বড়বোন স্বপ্না আক্তার (৩৫)। এ ঘটনায় আটক মো. ইয়াসিন গৃহবধূ লামিয়ার স্বামী বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম।
ঘটনাস্থল থেকে ওসি বলেন, “স্থানীয়রা প্রথমে একটি বস্তার ভেতর একটি কাটা হাত বের হয়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তিনটি বস্তার ভেতর থেকে দুই নারী ও একটি শিশুর খণ্ড-বিখণ্ড লাশ পায়।”