ঢাকা-খুলনা মহাসড়কে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
Published : 16 May 2023, 11:07 PM
প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট পশ্চিমপাড়ায় মঙ্গলবার ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার বাগাট গ্রামের বিশ্বাসপাড়ার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (১৭), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (১৮) ও মজিবর সরদারের ছেলে মিম সরদার (১৭)। তারা পরস্পরের বন্ধু ছিলেন।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ৮টার দিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্য ওই তিন কিশোর কামারখালী থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। বাগাট পশ্চিমপাড়া নবাব আলীর বাড়ির সামনে একটি বাস তাদের চাপা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দ্রুতগামী কোনো বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এর পরপরই এলাকাবাসী ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত তিনজন পরস্পরের বন্ধু। তাদের মধ্যে হুসাইন সরদার স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।