নারায়ণগঞ্জে স্টিল কারখানায় রডের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

গাড়িতে যারা রড লোড করছিলেন তাদের মাথায় হেলমেট ছিল না বলে পুলিশ জানায়।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2023, 02:26 PM
Updated : 13 May 2023, 02:26 PM

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় স্টিল কারখানায় গাড়িতে তোলার সময় রডের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখির মুনতাহা স্টিল কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ।

নিহত শাকিল (২৬) ঢাকার কেরানীগঞ্জের দ্বীন ইসলামের ছেলে।শাকিল ওই কারখানার ভেতরে কোয়ার্টারে থাকতেন।

মুনতাহা স্টিল কারখানার তত্ত্বাবধায়ক মো. শাহীন বলেন, “দুইজন শ্রমিক কারখানায় তৈরি লোহার রড শিপমেন্টের জন্য গাড়িতে তুলছিলেন। অসাবধানতাবশত রড গাড়িতে তোলার সময় শাকিলের গায়ে পড়ে।

“এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।“

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ বলেন, “খবর পেয়ে কারখানাটিতে পুলিশ পাঠাই। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, লোহার রড গাড়িতে তোলার সময় গায়ে পড়ে মারা যান শাকিল।

“এ ছাড়া শ্রমিকরা জানিয়েছেন, গাড়িতে যারা রড লোড করার কাজ করছিলেন তাদের মাথায় হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো এত গুরুতর আঘাত লাগতো না।”

“এই বিষয়ে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে”, যোগ করেন এ পুলিশ কর্মকর্তা।