নাটোরে জমির বিরোধের জেরে বৃদ্ধ খুন, আটক ১০

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার পর স্বজনদের আহাজারি।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2022, 03:23 PM
Updated : 13 Dec 2022, 03:23 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আর চারজন।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান।

নিহত বেলাল উদ্দিন মণ্ডল (৬৫) মশিন্দা গ্রামের মোজাহার আলী মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, মশিন্দা গ্রামের মোদাচ্ছের মণ্ডলের সঙ্গে ১০ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী আইয়ুব আলী ও তার ভাইদের বিরোধ চলছে। সকালে মোদাচ্ছেদের বড় ভাই বেলাল উদ্দিন কয়েকজন লোকসহ মশিন্দা বাজারে চা খেতে যাচ্ছিলেন। পথে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে।

এতে বেলাল উদ্দিন মণ্ডল (৬৫), কামরুল ইসলাম (৩৫), রুহুল আমিন (৩৩), রতন (২০) ও আলাউদ্দিন (৪০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বেলাল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কয়েকটি হাসুয়া ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে মামলা হবে। 

এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধরা প্রতিপক্ষের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুর করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।