Published : 30 Apr 2025, 03:16 PM
মাদারীপুরের কালকিনি উপজেলায় পুলিশকে পিটিয়ে ইয়াবাসহ আটক দুই যুবককে হাতকড়া পড়া অবস্থায় ছিনিয়ে নেওয়ার ২০ দিন পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা।
গ্রেপ্তার মো. আল আমিন সরদার (৩৫) কালকিনি পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের ঠেংগামারা এলাকার বাসিন্দা।
ওসি সোহেল রানা বলেন, “১০ এপ্রিল রাতে কালকিনির মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। তাদের হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।
“এ সময় চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়।”
তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
ওসি বলেন, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ১১ টার দিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসামি আল আমিন গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ পর্যন্ত ওই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আল আমিনের নামে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: