“অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক চালককে জিম্মি করে বিয়ানীবাজার পৌরশহরে নিয়ে এসে পৃথক দু’টি গ্রামে চিনি ভাগাভাগি করে নিয়ে যায়।”
Published : 10 Jun 2024, 12:48 AM
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এক ট্রাক চালককে জিম্মি করে প্রায় দেড় টন চিনি লুটের ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরের দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই এলাকায় এই ঘটনাটি ঘটে বলে রোববার সন্ধ্যায় বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর জানান।
চিনির মালিক বদরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চারখাই বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত কয়েকদিনে তিনি সরকারের বিধি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৪৭৭ বস্তা চিনি নিলামের মাধ্যমে ক্রয় করেন।
ওই চিনি থেকে ৪০০ বস্তা চিনি তিনি শাহগলী বাজারের জনৈক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। শনিবার দুপুরে একটি ট্রাক বোঝাই করে বিক্রিত চিনি অন্যত্র নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে।
তিনি অভিযোগ করেন, “১৫-১৬ জনের ছিনতাইকারী চক্র একটি প্রাইভেট কার, চারটি মোটরসাইকেল এবং একটি পিকআপ নিয়ে চিনি বোঝাই ট্রাকের গতিরোধ করে।
“এ সময় তারা অস্ত্রের ভয় দেখিয়ে ট্রাক চালককে জিম্মি করে বিয়ানীবাজার পৌরশহরে নিয়ে এসে পৃথক দু’টি গ্রামে চিনি ভাগাভাগি করে নিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে ট্রাক চালকের ব্যবহৃত মোবাইল রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
বদরুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া চিনির বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। তিনি থানা পুলিশের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ করবেন বলেও জানান।
ওসি দেবদুলাল ধর বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। চিনি লুটের ঘটনায় পুলিশ ট্রাক চালককে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে। ওই ট্রাক চালক পাবনার হওয়াতে এখানে রাস্তাঘাট তার পরিচিত না। তাই চিনি উদ্ধারে দেরি হচ্ছে। ”
“আর এই ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগও দেননি। তবে চিনির মালিক দাবি করা ব্যবসায়ীকে লিখিত অভিযোগ ও চিনি কেনার প্রমাণ হিসেবে কাগজপত্র চাওয়া হয়েছে।”
এর আগে গত বৃহস্পতিবার ভোরে পাচারের সময় সিলেটের কোম্পানীগঞ্জ-জালালাবাদ সড়কের উমাইরগাঁও এলাকায় ১৪টি ট্রাকে দুই হাজার ১১৪ বস্তা চিনি জব্দ করে সিলেট নগর পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকা।
এ ঘটনায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে শুক্রবার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই সালাহ্ উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন বলে জানান মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ।
আরও পড়ুন:
সিলেটে ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত