“ইংরেজিতে যে লার্নিং গ্যাপ সেটা এখনও আমরা পূরণ করতে পারিনি পুরোপুরিভাবে।”
Published : 15 Oct 2024, 04:06 PM
যশোর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এইচএসসিতে এবার পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। আর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করেনি।
ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে বলে মনে করছে বোর্ড কর্তৃপক্ষ।
যশোর শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর জেলায় পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।
গত বছর পাশের হার ছিল ৬৯ দশমিক ৮৮ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ১২২ জন শিক্ষার্থী।
মঙ্গলবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মর্জিনা আক্তার। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. বিশ্বাস মোহাম্মদ শাহিন আহমেদ এ সময় তার সঙ্গে ছিলেন ।
এ বছর ইংরেজির বিষয়ে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ায় সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে বলে বলে জানান যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মর্জিনা।
তিনি বলেন, “করোনার কারণে দেড় বছর আমাদের শিক্ষার্থীরা সরাসরি ক্লাসে যেতে পারেনি। সরাসরি পাঠদান করা যায়নি। যার কারণে ইংরেজিতে যে লার্নিং গ্যাপ সেটা এখনও আমরা পূরণ করতে পারিনি পুরোপুরিভাবে। এই কারণে আমাদের গতবারের তুলনায় ফলাফল একটু খারাপ হয়েছে।”
এদিকে যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন ১০টি জেলার মধ্যে এ বছর পাসের হারে এগিয়ে আছে যশোর জেলা।
এ জেলার পাসের হার ৭২ দশমিক ৮৪ শতাংশ। অন্যান্য জেলার মধ্যে খুলনায় ৭১ দশমিক ১৯, মাগুরায় ৫৫ দশমিক ০৪, সাতক্ষীরায় ৭০ দশমিক ১১, কুষ্টিয়ায় ৫৮ দশমিক ৫২, চুয়াডাঙ্গায় ৫৭ দশমিক ৯৬, মেহেরপুরে ৫০ দশমিক ৩৮, নড়াইলে ৬১ দশমিক ২৭, ঝিনাইদহে ৫৯ দশমিক ৪০ ও মাগুরায় ৫৮ দশমিক ২৩ শতাংশ।
যশোর শিক্ষা বোর্ডে শতভাগ উত্তীর্ণ হয়েছে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া শতভাগ অনুত্তীর্ণ প্রতিষ্ঠানের সংখ্যা সাতটি।