বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মঙ্গলবার রাতেই সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দিয়েছিল।
Published : 17 Jul 2024, 01:19 PM
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর ইউজিসির সিদ্ধান্ত মেনে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিচ্ছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সিন্ডিকেটের সভায় শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে কখন শিক্ষার্থীদের হল ছাড়তে হবে, সেই সময় নির্ধারণ করে দেওয়া হয়।
মঙ্গলবার সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দিনভর সংঘর্ষে চট্টগ্রাম, ঢাকা ও রংপুরে অন্তত ৬ জন নিহত হন।
এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষাও।
রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক চিঠিতে সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজও বন্ধ ঘোষণা করার কথা বলা হয়। সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো হয় ওই চিঠি।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর–
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার বন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার জানান।
সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে উপাচার্য এ এস এম মাকসুদ কামালের কার্যালয়ে সিন্ডিকেটের এ জরুরি সভা হয়।
সিন্ডিকেট সদস্য আবুল মনসুর আহাম্মদ জানান, প্রথমে সকাল ১০টা থেকে ঘণ্টা খানেক বৈঠক করলেও কোনো সিদ্ধান্ত হয়নি। পরে দ্বিতীয় দফা বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেন, “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। একইসাথে আজ বিকাল ৪টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে বলা হচ্ছে। এই সময়ে শুধু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম জানান।
প্রক্টর বলেন, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ছাত্রীদের এবং রাত ১০টার মধ্যে ছাত্রদের আবাসিক হল ত্যাগ করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে সভায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিকেল চারটার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে রেজিস্ট্রার মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পরে বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু হাসান রেজিস্ট্রার ভবনের সামনে উপস্থিত শিক্ষার্থীদের সামনে ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেন। খবর পেয়ে রেজিস্ট্রার ভবনের নিচে অবস্থান নেয় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বুধবার বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাত সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা আসে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চিঠি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের হল ত্যাগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে অবস্থান কর্মসূচি:
রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
এর আগে সাড়ে ১০টায় শহীদ হবিবুর রহমান হলের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়।
আন্দোলকারী শিক্ষার্থী ফাহিম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসন নাকি কর্মবিরতিতে আছে। তবে এরমধ্যে সিন্ডিকেট ডেকে কিভাবে বিশ্ববিদ্যালয় বন্ধসহ, হল বন্ধের সিদ্ধান্ত দেওয়া হয়? আমাদের অনেক বোনদের হল থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হচ্ছে।"
এ সময় প্রশাসন ভবনের গেইটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও ছাত্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাউদসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় আন্দোলনকারীরা 'ভুয়া', 'ভুয়া' বলে স্লোগান দিতে থাকে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও। একইসঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম-রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
“একইসঙ্গে বুধবার বিকাল ৪টার মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ছাড়াতে বলা হয়েছে।”
গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হয়েছে।
একই সঙ্গে ছাত্রদের বুধবার বিকাল ৫টার মধ্যে এবং বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হয়।
“সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়
অন্যান্য বিশ্ববিদ্যালযয়ের মতো গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়েছে।
নোটিশে বলা হয়, “শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বুধবার বিকাল ৪টার মধ্যে সব আবাসিক হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।”
চট্টগ্রাম ভেটেনারিও বন্ধ
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিশ্ববিদ্যালয়টি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। বুধবার দুপুর ১টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।
কুয়েট
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা থেকে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
একই সঙ্গে বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কার্যক্রম চলবে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর বুধবার সকাল একে একে হল ছাড়তে শুরু করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় অনিদির্ষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে সিন্ধান্ত নেয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বুধবার বেলা ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশও দেওয়া হয়।