হাসান আরিফ বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আব্দুল্লাহর পরিবারকে সমবেদনা জানাতে যান।
Published : 18 Nov 2024, 09:13 PM
সংস্কার কোনো গোষ্ঠীর জন্য নয়, দেশের সব মানুষের জন্য হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।
তিনি বলেছেন, “উপদেষ্টা পরিষদ কোনো রুটিন সরকার না। ট্রাস্টি হিসেবে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ তৈরিই লক্ষ্যে এই সরকার কাজ করছে। আগামীর সমাজ গঠনে সবার অবদান থাকবে।
“সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয়, দেশের সব মানুষের জন্য। সিস্টেম গড়ে তোলা হবে। যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে।”
সোমবার সন্ধ্যায় যশোরে সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, ছাত্রসমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে উপদেষ্টা বলেন, “সেই ১৯৪৭ সাল থেকে সংস্কার চলে আসছে। জুলাই বিপ্লবের পর যেটি আবার শুরু হয়েছে। এটি চলতেই থাকবে, শেষ হবে না। এটি রাজনৈতিক সরকার এসেও অব্যাহত রাখবে।”
তিনি বলেন, “তরুণ ছাত্ররা আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা হচ্ছে ট্রাস্টি। এই রাষ্ট্রকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। ছাত্র-জনতার বিপ্লবের প্রত্যাশা পূরণে আমরা এসেছি। আগামীতে নিরাপদ সুন্দর সমাজ গঠনে জাতি-ধর্ম নির্বিশেষে সবার অবদান রাখতে হবে।”
এ সময় হাসান আরিফ দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর কথা বলেন। যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয়।
যশোর জেলা প্রশাসক কার্যালয়ের অমিত্রাক্ষর কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এতে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা শূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকালে বেনাপোলের ছোটআঁচড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহর পরিবারকে সমবেদনা জানাতে যান। তিনি আব্দুল্লাহর কবর জিয়ারত ও দোয়া করেন। পরে তিনি আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সঙ্গে বেশকিছু সময় কাটান।