টেকনাফ আসার পথে কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পর্যটকসহ জাহাজটি সেখানে আটকা পড়ে।
Published : 26 Dec 2024, 11:12 PM
টেকনাফের সেন্ট মার্টিন থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকা পড়া এমভি গ্রিন লাইন-১ থেকে ৭২ পর্যটককে উদ্ধার করা হয়েছে।
আটকা পড়ার আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্যুরিস্ট পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে বলে টেকনাফের ইউএনও শেখ এহেসান উদ্দিন জানান।
সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটি ঘাট থেকে এমভি গ্রিন লাইন-১ নামের পর্যটকবাহী জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুপুরের আগে জাহাজটি সেখানে পৌঁছায়। পরে বিকাল ৪টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে জাহাজটি ৭২ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা করে। পথে কচ্ছপিয়া উপকূলবর্তী সাগরে পৌঁছলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন জাহাজটি সেখানে আটকা পড়ে।
ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা বলেন, পরে জাহাজটির ক্রুসহ সংশ্লিষ্টরা বিষয়টি ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি স্থানীয় কোস্টগার্ড স্টেশনকে জানায়। ইঞ্জিন বিকল হওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত সোয়া ৮টা থেকে ট্যুরিস্ট পুলিশসহ নৌ-বাহিনী, বিজিবি ও কোস্টগার্ড স্থানীয়দের সহায়তায় পর্যটকদের উদ্ধারের কাজ শুরু হয়।
পর্যটকদের কক্সবাজার শহরে পৌঁছতে জেলা প্রশাসনের পক্ষ থেকে দুইটি বাসের ব্যবস্থা করা হয়েছে বলে ই্উএনও বলেন।
আরও পড়ুন: